স্পোর্টস ডেস্ক :
পোল্যান্ডকে ৩-১ গোলে ধসিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমেই চলতি বিশ্বকাপের ৪ ম্যাচে ৫ গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার।
সেই হিসেবে এবারের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। কেননা প্রতিদ্বন্দ্বিদের কেউ তার আশপাশে নেই। কিলিয়ান এমবাপ্পের ৫গোলের বিপরীতে তিন ম্যাচ খেলে ৩ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তারই সতীর্থ অলিভার জিরু।
নেদারল্যান্ডসের কোডি গাকপোও আছেন দৌড়ে। ৪ ম্যাচে তিন গোল করেছেন তিনি। ইংল্যান্ডের সাকাও ৩ ম্যাচে করেছেন তিন গোল। গ্রুপ পর্বে বাদ যাওয়া ইকুয়েডরের ভ্যালেন্সিয়াও তিন ম্যাচে করেছেন তিন গোল।
৪ ম্যাচে তিন গোল করে লিওনেল মেসিও আছেন তালিকায়। ব্রাজিলের রিচার্লিসনও ৩ ম্যাচে তিন গোল করে আছেন গোল্ডেন বুট জেতার দৌড়ে।
সবমিলিয়ে তিন গোল করে আটজন আছেন এমবাপ্পেকে ছোঁয়ার দৌড়ে। যদিও এরই মধ্যে কয়েকজনের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে দল কোয়ালিফাই করতে না পারায়। দেখা যাক শেষ পর্যন্ত কে পায় কাতার বিশ্বকাপের সোনার জুতো।