বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ডাচদের হারাতে পারবে কী আর্জেন্টিনা?

ডাচদের হারাতে পারবে কী আর্জেন্টিনা?

স্পোর্টস ডেস্ক :
দুর্দান্ত ও দারুণ খেলেই কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এককথায় বর্তমানে উড়ছে মেসি বাহিনী। মেসি নিজেও আছেন সেরা ছন্দে। তারা শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলে।

বিপরীতে নেদারল্যান্ডস কোয়ার্টারের টিকেট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ৩-১ গোলে ধসিয়ে দিয়ে। সবমিলিয়ে ডাচরা বেশ ফুরফুরে মেজাজেই আছে বলা যায়।

পরিসংখ্যানের দিকে তাকালেও দেখা যায় ডাচদের হারাতে আলবিসেলেস্তেদের রীতিমতো ঘাম ঝরাতে হতে পারে। বিশ্বকাপে দুই দলের পাঁচ বারের দেখায় দু’টিতেই জয় পেয়েছে ডাচরা। বিপরীতে আজেন্টাইনদের জয় মাত্র একটি।

অন্যদিকে সবশেষ দুইবারের দেখাতেই দুই দল করেছে গোল শূন্য ড্র।

আর্জেন্টিনার সাথে প্রথমবারের মতো বিশ্বকাপে ডাচদের দেখা ১৯৭৪ সালে। সেবার ৪-০ গোলে হেরেছিল আলবিসেস্তেরা। ১৯৭৮ সালের দেখায় অবশ্য ডাচদের ৩-১ গোলে হারায় আজেন্টাইনরা।

২০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ১৯৯৮ সালে আবারও নেদারল্যান্ডসের সাথে আর্জেন্টিনার দেখা হয়। সেবারও ডাচরা জয় পায় ২-১ গোলে।

আবার আট বছর পর ২০০৬ সালে বিশ্বকাপে ডাচদের মুখোমুখি হয় আলবিসেলেস্তে। এবার গোল শূন্য ড্র করে দুই দল। আট বছর পর ২০১৪ সালে আবারও মেসিদের সাথে ডাচদের দেখা হয়। ফলাফল সেই গোল শূন্য ড্র।

এমন কঠিন পরিসংখ্যান নিয়েই সেমির টিকেট নিশ্চিত করার লড়াইয়ে নামতে হচ্ছে মেসি বাহিনীকে। তাই হার ও জয়ের শঙ্কা সমানে সমান। ডাচরা যে আর্জেন্টাইনদের ছেড়ে কথা বলবে সেটা ভাবার কোনো কারণ আছে কী?

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech