বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে

নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে

স্পোর্টস ডেস্ক :
নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে। মেসিদের কোচ লিওনেল স্কালোনি কী রদ্রিগো ডি পলকে পাবেন? আনহেল ডি মারিয়া কি থাকবেন প্রথম একাদশে? এই প্রশ্নের মাঝেই দেখে নেওয়া যাক কেমন হতে পারে ডাচদের বিপক্ষে আলবিসেলেস্তেদের একাদশ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওআইসি স্পোর্টসে’র জানিয়েছে একাদশ সাজাতে অনুশীলনে আলাদা দুটি দলকে মাঠে নামিয়েও পরীক্ষা করে দেখেছেন আর্জেন্টাইন কোচ।

মূলত ডি পল ও ডি মারিয়াকে নিয়ে সমাধান খুঁজে বের করতেই এ পথটি বেছে নিয়েছেন স্কালোনি।

নিজেদের শেষ অনুশীলনে স্কালোনি প্রথমে দলকে খেলান ৪-৩-৩ ফরমেশনে। পরে সেটি বদলে তিনি দলকে খেলান ৫-৩-২ ফরমেশনে। প্রথম লাইনআপে স্কালোনি অস্ট্রেলিয়ার ম্যাচের ফরমেশন অপরিবর্তিত রাখেন।

তবে একাদশে একাধিক পরিবর্তন আনেন। মার্কোস আকুনিয়ার জায়গার আসেন নিকলোস তালিয়াফিকো, পাপু গোমেজের জায়গায় খেলেন আনহেল ডি মারিয়া।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ। ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরা, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া। । মিডফিল্ডার: এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল। ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, আলভারেজ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech