বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

নেইমার-ক্যাসেমিরো ছাড়া কেমন হবে ২০২৬ সালের ব্রাজিল

নেইমার-ক্যাসেমিরো ছাড়া কেমন হবে ২০২৬ সালের ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। বিদায়ের পরেই দলে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন তিনি। আর আগামী বিশ্বকাপে নেইমার বাদেও ক্যাসেমিরোর না খেলার শঙ্কা রয়েছে। তাই এই দুই তারকাকে বাদ দিয়ে কেমন হতে পারে ২০২৬ সালের বিশ্বকাপ দল, সেটি জানিয়েছে গোল ডট কম।

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। গোল ডট কমের খবরে বলা হয়েছে, নেইমারের বয়স তখন ৩৪ বছর হয়ে যাবে। এমনিতেই বিভিন্ন সময়ে চোটে পড়া নেইমার ওই সময়ে কতটুকু খেলতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা। তাতে একাদশে রাখা হয়নি নেইমার এবং একই বয়সী ক্যাসেমিরোকে।

২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

গোলরক্ষক : অ্যালিসন বেকারের বদলে রাখা হয়েছে এডারসনকে।

রাইটব্যাক : ভিনিসিয়াস টোবিয়াস

সেন্টারব্যাক : অ্যাডার মিলিতাও, মারকুইনহোস

লেফ্টব্যাক : গুইলহার্ম আরনা

মধ্যমাঠ : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা

রাইটউইং : রদ্রিগো

লেফ্টউইং : ভিনিসিয়াস জুনিয়র

স্ট্রাইকার : পেদ্রো।

গত ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরে টাইব্রেকারের প্রথম শটটি মিস করেছিলেন ব্রাজিল স্ট্রাইকার রদ্রিগো। এছাড়াও শট মিস করেছিলেন ডিফেন্ডার মার্কুইনহোস। তাতে ৪-২ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এরপরেই দলে ফেরা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন নেইমার জুনিয়র।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech