স্পোর্টস ডেস্ক :
প্রতিপক্ষ ক্রোয়েশিয়া তাই ঘুরেফিরে আসছে টাইব্রেকারের আলাপটাও। কারণ, ম্যাচকে টেনে টাইব্রেকারে নিতে ক্রোয়াটদের জুড়ি মেলা ভার। কেবল টাইব্রেকারে নেওয়াতে নয়, টাইব্রেকার জেতাতেও ক্রোয়াটরা অনন্য। তারা জানে স্নায়ুচাপ বাড়িয়ে প্রতিপক্ষকে কীভাবে ঘায়েল করতে হয়।
তাই এবার দেখে নেওয়া যাক টাইব্রেকারে কারা বেশি পটু ক্রোয়েশিয়া নাকি আর্জেন্টিনা?
আর্জেন্টিনা
বিশ্বকাপের নক আউট পর্বে এখন পর্যন্ত ৬ বার টাইব্রেকারে গেছে আর্জেন্টিনার ম্যাচ। যেখানে আলবিসেলেস্তেদের সাফল্য বেশ ভালোই। ৬ বারের ৫ বারই টাইব্রেকার রোমাঞ্চ জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ বিশ্বকাপ পর্যায়
আর্জেন্টিনা ৪-৩ নেদারল্যান্ডস ২০২২ কোয়ার্টার ফাইনাল
আর্জেন্টিনা ৪-২ নেদারল্যান্ডস ২০১৪ সেমি-ফাইনাল
আর্জেন্টিনা ২:৪ জার্মানি ২০০৬ কোয়ার্টার ফাইনাল
আর্জেন্টিনা ৪:৩ ইংল্যান্ড ১৯৯৮ শেষ ষোলো
আর্জেন্টিনা ৪:৩ ইতালি ১৯৯০ সেমি-ফাইনাল
আর্জেন্টিনা ৩:২ যুগোস্লাভিয়া ১৯৯০ কোয়ার্টার ফাইনাল
ক্রোয়েশিয়া
বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি টাইব্রেকারে অংশ নিয়েছে ক্রোয়েশিয়া। যেখানে তাদের কেউ হারাতে পারেনি, সবগুলো টাইব্রেকার জিতেছে ক্রোয়াটরা।
ম্যাচ বিশ্বকাপ পর্যায়
ক্রোয়েশিয়া ৪:২ ব্রাজিল ২০২২ কোয়ার্টার ফাইনাল
ক্রোয়েশিয়া ৩-১ জাপান ২০২২ শেষ ষোলো
ক্রোয়েশিয়া ৪:৩ রাশিয়া ২০১৮ কোয়ার্টার ফাইনাল
ক্রোয়েশিয়া ৩:২ ডেনমার্ক ২০১৮ শেষে ষোলো