স্পোর্টস ডেস্ক :
কাতার বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ব্যস্ততা বাড়ছে ফুটবলারদের। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা মাঠে গড়িয়েছে, বাকি লিগগুলোর খেলাও দ্রুতই মাঠে গড়াবে। বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে তো বিশ্বকাপ শেষ হওয়ার ৬৪ ঘণ্টার মধ্যেই ফিরেছেন ক্লাবের অনুশীলনে।
এখন ফিফা কাঁপানো মেসি-এমবাপ্পে-নেইমারদের পিএসজির জার্সিতে কবে দেখা যাবে মাঠে- তার অপেক্ষা ফুটবলপ্রেমীদের। গণমাধ্যমের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবারই (২৮ ডিসেম্বর) ক্লাবের হয়ে স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামছেন কিলিয়ান এমবাপ্পে। তবে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিকে ফের কবে ক্লাবের জার্সিতে দেখা যাবে, তা এখনও অজানা।
দুর্দান্ত খেলে বলতে গেলে একক নৈপুণ্যে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তার হাত ধরেই কেটেছে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা। তাই লিওনেল মেসির এবারের বড়দিন উদ্যাপনটা ছিলো অন্য রকম। তিনি এখন নিজ শহর রোজারিওতে সময়টা কাটাচ্ছেন। তাই পিএসজির জার্সিতে মেসির ফেরার তারিখ ঠিক হয়নি, বিদায়ী বছরে তার ফেরার সুযোগও কম। ক্লাব কর্তৃপক্ষ অবশ্য সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে।