বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ছন্দ ধরে রাখল সাকিবের বরিশাল

ছন্দ ধরে রাখল সাকিবের বরিশাল

স্পোর্টস ডেস্ক :

টুর্নামেন্টের শুরুটা হয়েছিল হার দিয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রংপুরের বিপক্ষে জয়ে ফেরে ফরচুন বরিশাল। এবার চট্টগ্রাম পর্বে এসেও সেই ছন্দ ধরে রাখল সাকিব আল হাসানের দল। স্বাগতিক চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল ফরচুন বরিশাল।

আজ শুক্রবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছে বরিশাল। এই নিয়ে দুই ম্যাচে হারল চট্টগ্রাম। তিন ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে শুভাগত হোমের দল।

আজ থেকে শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। প্রথম দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিপক্ষ হিসেবে আতিথ্য দিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে। প্রতিপক্ষের মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নামে বরিশাল। সুযোগটা কাজে লাগিয়ে রানের পাহাড় গড়ে বরিশাল। ইফতেখার আহমেদের শেষ মুহূর্তের ঝড়ে ২০ ওভার শেষে বরিশালের সংগ্রহ ৭ উইকেটে ২০২ রান।

জবাব দিতে নেমে ১৭৬ রানে থামে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন জিয়াউর রহমান। ৩৬ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উসমান খান। ২৯ রান আসে ম্যাক্সের ব্যাট থেকে। ২১ বলে ২৮ করে থামেন আফিফ হোসেন।

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় ওভারে দলীয় ৩৩ রানে আউট হওয়ার আগে করেন ১২ বলে ২৪ রান। মিরাজের ঝড়ো শুরুতে আত্মবিশ্বাস পায় বরিশাল। অন্য ওপেনার এনামুল হক বিজয় খেলেন ২১ বলে ৩০ রানের ইনিংস। ক্রিজে এসে পরপর দুই বলে চার মেরে বড় কিছুর ইঙ্গিত দিলেও তৃতীয় বলেই মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।

সাকিবের আউটের পর খেলা ধরেন ইব্রাহিম জাদরান। আউট হওয়ার আগে ৩৩ বলে ৪৮ রানের ঝলমলে ইনিংস খেলেন এই ব্যাটার। ১৭ বলে ২৫ রান করে সঙ্গ দেন মাহমুদউল্লাহ। ১৮ ওভার শেষে বরিশালের স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৬৮ রান জমা হয়। যখন আরও বড় সংগ্রহের দিকে ছুটছিল তারা, তখন জোড়া আঘাত হানেন আবু জায়েদ রাহি। চট্টগ্রামের এই বোলার ১৯তম ওভারে পরপর দুই বলে ফেরান করিম জানাট ও চতুরাঙা ডি সিলভাকে। ম্যাচে ৩ উইকেট শিকার করলেও ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন আবু জায়েদ।

একই ওভারে দুই উইকেট গেলেও একপ্রান্তে ঝড় তোলেন ইফতেখার আহমেদ। ২৬ বলে ৫৭ রানের বিস্ফারক ইনিংস উপহার দেন তিনি। ইফতেখার ইনিংসটি সাজান ৩ চার ও ৫টি ছয়ের মারে। তার  ব্যাটে ভর দিয়ে ২০০ রান পার করে বরিশাল।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech