বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সৌদিতে প্রতি মিনিটে মেসিদের পকেটে ঢুকবে ১২ লাখ টাকা

সৌদিতে প্রতি মিনিটে মেসিদের পকেটে ঢুকবে ১২ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক :

গত দেড় দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করছেন—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কাতারে বিশ্বকাপের মুকুট জিতে মেসি সেরার তর্ক থামিয়ে দিলেও দুজনের আবেদন এতটুকু কমেনি। বিশেষত, বিষয়টা যখন ফেমের, তখন তাঁদের ধারেকাছেও নেই কেউ। তাইতো দুই তারকাকে মাঠে দেখতে ভক্তরা উন্মুখ হয়ে থাকেন, একসঙ্গে পেলে তো পোয়া বারো!

রোনালদো রিয়াল মাদ্রিদে, মেসি বার্সেলোনায় থাকাকালীন নিয়মিতই দেখা হতো দুজনের। ভক্তরা পেতো প্রিয় তারকাদের একে অপরের বিরুদ্ধে খেলতে দেখার সুযোগ। সিআরসেভেন জুভেন্টাসে পাড়ি জমালে সেই সুযোগ ক্ষীণ হয়ে আসে। তবুও দেখা হতো চ্যাম্পিয়ন্স লিগে। পরবর্তীতে মেসি পিএসজিতে, রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার পর তাঁরা মুখোমুখি হননি।

তবে ফুটবল ভক্তদের অপেক্ষা শেষ হতে চলেছে। আবারও দেখা যাবে মেসি বনাম রোনালদোর লড়াই। সৌদি আরবে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির ক্লাব পিএসজি। সৌদি ক্লাব আল হিলাল ও আল নাসেরের খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি যৌথ একাদশের বিপক্ষে খেলবে প্যারিসিয়ানরা।

সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রিয়াদ সেশন কাপ নামের ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)। আর এই ম্যাচেই মেসি-এমবাপ্পেদের পকেটে ঢুকবে বিপুল পরিমান অর্থ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এই এক ম্যাচের জন্য পিএসজি পাবে ১০ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় যার পরিমান ১২৬ কোটি ৬৮ লাখের বেশি। তার মানে মরুর দেশে ৯০ মিনিটের এক ম্যাচ খেলেই এত টাকা পাচ্ছেন মেসিরা। সেই হিসেবে মিনিট প্রতি মেসিদের পকেটে ঢুকবে ২ লাখ ৮ হাজারের বেশি টাকা। এখানেই শেষ নয়, সম্প্রচারের মাধ্যমেও অর্থ উপার্জন করবে প্যারিসের ক্লাবটি।

ম্যাচটিকে ঘিরে বেশ উন্মাদনা তৈরি হয়েছে। তা ছাড়া ম্যাচটিতে সৌদি দলের একাদশকে নেতৃত্ব দেবেন সদ্য সৌদির ক্লাব আল নাসেরে নাম লেখানো রোনালদো। পর্তুগিজ তারকাকে সৌদি দলের অধিনায়কের আর্মব্যান্ড পরার কথা গতকাল সোমবার (১৬ জানুয়ারি) টুইট করে জানান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল শেখ। রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দেওয়ার একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রোনালদো অধিনায়কের বাহুবন্ধনী গ্রহণ করছেন।

এই ম্যাচটি হওয়ার কথা ছিল ২০২২ এর শুরুর দিকে। কিন্তু করোনা মহামারির নতুন ওয়েভের ফলে তখন তা হয়ে ওঠেনি। অবশ্য এতে আখেরে লাভই হলো ফুটবলপ্রেমীদের। ভক্তরা ফের দেখতে পাবেন দুই তারকার দ্বৈরথ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech