বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ঢাকাকে চ্যালেঞ্জ দিলো সাকিবের বরিশাল

ঢাকাকে চ্যালেঞ্জ দিলো সাকিবের বরিশাল

স্পোর্টস ডেস্ক :

বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটর্স। টস জিতে আগের ম্যাচে ব্যাটিংয়ে একাধিক রেকর্ড গড়া বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগত দর্শকরা হয়তো মুখিয়ে ছিল আরেকটি বরিশাল শো দেখতে। একেবারে নিরাশ হননি তারা। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে বরিশাল তোলে ৫ উইকেটে ১৭৩ রান।

আজ সন্ধ্যায় শুরুতে হোঁচট খায় বরিশাল। মোটেও ভালো হয়নি সূচনা। ১৭ রানে নেই ২ উইকেট। সাইফ হাসান ও এনামুল হক, ব্যাট হাতে ব্যর্থ হন দুই ওপেনারই। টানা দুই ম্যাচে ঝড় তোলা সাকিব আল হাসান এদিনও চওড়া হন বোলারদের ওপর। তবে ১৭ বলে ৩০ রান করা সাকিবকে বোল্ড করে থামান মুক্তার আলি।

ভালো ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে ১৪ বলে ১৭ করে আউট হন মেহেদী হাসান মিরাজ। মিরাজ-সাকিবের আউটের পর হাল ধরেন আগের দিনের সেঞ্চুরিয়ান ইফতেখার আহমেদ। ঝড়ের ধারাবাহিকতা বজায় রেখে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে এগিয়ে নেন রানরেট। ৩৫ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।

ইফতেখারকে সঙ্গ দিয়ে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহও। ৩১ বলে ৩৫ রানের ইনিংস অবদান রাখে ইফতেখারের সঙ্গে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে। যা বরিশালকে এনে দেয় ১৭৩ রানের পুঁজি।

ঢাকার পক্ষে বল হাতে ২ উইকেট পান অধিনায়ক নাসির হোসেন। ১ উইকেট পেলেও ৩ ওভারে মাত্র ১৭ রান খরচ করেন আরাফাত সানি। অপর দুটি উইকেট শিকার করেন মুক্তার ও সালমান ইরশাদ।

সংক্ষিপ্ত স্কোর 

বরিশাল : ২০ ওভারে ১৭৩/৫। (সাইফ ১০, এনামুল ৬, সাকিব ৩০, মিরাজ ১৭, ডি সিলভা ১০, ইফতেখার ৫৬*, মাহমুদউল্লাহ ৩৫*; তাসকিন ৪-০-৪৩-০, সানি ৩-০-১৭-১, নাসির ২-০১৬-২, মুক্তার ৪-০-৩১-১,  ইরশাদ ৪-০-২৪-১, ইমরান ২-০-২৮-০, জুবায়ের ১-০-১২-০)।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech