বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

হিন্দি সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সংগ্রহ পাঠানের

হিন্দি সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সংগ্রহ পাঠানের

বিনোদন ডেস্ক :

১৪৯৬ দিন পর কিং খান ফিরলেন। শুধু ফিরলেন বললে ভুল হবে, ঝড় তুলে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২৫ জানুয়ারি থেকে সিনে দুনিয়ায় আর কোন আলোচনা নেই ‘পাঠান’ ছাড়া।

সেই ‘পাঠান’ মুক্তির প্রথম দিনে ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছে আনুমানিক ৬৫ কোটি রুপি (গ্রস)। হিন্দি সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সংগ্রহ এটি, খবর বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল পিঙ্কভিলার।

গণমাধ্যমটি আরও জানাচ্ছে, বিশ্ব বক্স অফিসে প্রথম দিনে শাহরুখের এই সিনেমা সংগ্রহ করেছে ৩৫ কোটি রুপির বেশি। সব মিলিয়ে প্রথম দিনে সিনেমাটির সংগ্রহ আনুমানিক ১০২ কোটি রুপির বেশি।

যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত হিসাব প্রকাশ করেনি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি  বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech