স্পোর্টস ডেস্ক :
ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বুধবার দিবাগত রাতে মঁপেলিয়েকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। সেই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজির এই তারকা খেলোয়াড়।
এমবাপ্পে মাঠ ছাড়ার সময় ঠিক বোঝা যাচ্ছিল না তার চোট কতটা গুরুতর। মেডিকেল পরীক্ষার পর জানা গেছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৪ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডকে।
মঁপেলিয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে নেমে যে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে, তা বেশ গুরুতর। অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।
আগামী ১৪ ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলবে পিএসজি। নিজেদের মাঠে সেই ম্যাচে খেলতে পারবেন না এমবাপ্পে।
এর আগে ৮ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে খেলবে পিএসজি। তিন দিন পর আবার লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচ। এ দুটি ম্যাচেও নিশ্চিত করেই খেলা হবে না এমবাপ্পের।