নলছিটিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলায় সজল দেওয়ান (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তরা সজলকে গলাকেটে হত্যা করেছে। সকালে ৮টার দিকে উপজেলার মালিপুর গ্রামে সজলের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সজল দেওয়ান ওই উপজেলার মালিপুর গ্রামের বাসিন্দা ও মালিপুর দরবার শরীফের সাবেক উপদেষ্টা মৃত আমির দেওয়ানের ছেলে। স্থানীরা জানিয়েছে, নিহত সজল দেওয়ান বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, সকালে নিহত সজলের বোন সফি বেগম ঘরের সামনে গেলে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে জানিয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, তদন্তের পরই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।