নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বৃত্তেই আটকে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের কাছেও বড় হারের তিক্ত স্বাদ পেল নিগার সুলতানার দল। পাশাপাশি প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায়ের লজ্জায়ও পড়তে হয়েছে বাংলাদেশকে।
গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কেপটাউনে গ্রুপ ওয়ানের ম্যাচে নিউজিল্যান্ড ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দলকে। সবমিলিয়ে চলতি আসরে এটি বাংলাদেশের টানা তৃতীয় হার।
কিউইরের বিপক্ষে ব্যাটে-বলে কোনো দিক দিয়েই সুবিধার করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯০ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্নক হয়ে খেলতে থাকে নিউজিল্যান্ড। দুই ওপেনার মিলে ৭৭ রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা এনে দেন কিউইদের। এরপর অলরাউন্ডর ম্যাডি গ্রিনের ২০ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংসে স্কোরবোর্ডে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কিউইরা।
সুজি বেটস ৬১ বলে খেলেন অপরাজিত ৮১ রানের ইনিংস।
বাংলাদেশের হয়ে ৩৬ রান খরচ করে দুই উইকেট নেন ফাহিমা খাতুন।
বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রয়োজন অনুযায়ী ব্যাট করতে পারেনি বাংলাদেশের নারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর রোগ তো ছিলই। আগের দুই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখানো নিগার সুলতানা এদিন ফিরেছেন ৮ রানে। একাই লড়েছেন স্বর্না আক্তার। ২২ বলে ৩১ রানের তার ফেরার পর ৮ উইকেটে ১১৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১১৮/২ (শামীমা ১৪, মুর্শিদা ৩০, সোবহানা ৪, নিগার ৮, স্বর্না ৩১, রুমানা ২, রিতু ৫, নাহিদা ২, ফাহিমা ৪, সালমা ২; লি ৩-০-১৯-১, জেস ২-০-১২-০, হান্না ৩-০-১৫-২, মলি ২-০-১১-০, কার্সন ৪-০-১৮-৩, এমিলিয়া ৪-০-২৪-১, বেটস ২-০-১২-০)।
নিউজিল্যান্ড নারী দল: ২০ ওভারে ১৮৯/৩ (বারনাদিন ৪৪, বেটস ৮১*, এমিলিয়া ১৬, ডিভাইন ০, গ্রিন ৪৪*; মারুফা ৪-০-৪০-০, নাহিদা ৪-০-৩৭-০, সালমা ৪-০-৩৮-০, ফাহিমা ৪-০-৩৬-২, রিতু ১-০-১১-০, স্বর্না ১-০-১২-১, রুমানা ২-০-১৪-০)।
ফল : ৭১ রানে জয়ী নিউজিল্যান্ড।