ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে ফিরেছেন দুই তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। চোট কাটিয়ে ফেরা দুজনেই উড়াল দেবেন ভারত সফরে। দুই তারকার পাশাপাশি চোট কাটিয়ে জাই রিচার্ডসনও ফিরেছেন অস্ট্রেলিয়া দলে।
আগামী ১৭ মার্চ থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে সিএ।
চোটের কারণে ওয়ানডে সিরিজে অনুমিতভাবেই নেই জশ হেইজেলউড। আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজের আগে তাঁকে নিয়ে ঝুঁকি নেবে না অসি ক্রিকেট বোর্ড। তবে আশার খবর হলো, ভারতের বিপক্ষে টেস্টে চোট পাওয়া ডেভিড ওয়ার্নারকে ওয়ানডে সিরিজে পাবে অস্ট্রেলিয়া।
টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফেরেন অধিনায়ক প্যাট কামিন্স। পারিবারিক ঝামেলা এর মধ্যে মিটিয়ে ওয়ানডে সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন দলকে। সেই সঙ্গে মার্শ ও ম্যাক্সওয়েলের ফেরা কিছুটা হলেও স্বস্তি দেবে অস্ট্রেলিয়াকে।
বর্তমান টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকা অস্ট্রেলিয়ার সময়টা ভালো যাচ্ছে না। টানা দুই ম্যাচেই ভারতের কাছে বাজেভাবে হেরেছে তারা। টেস্ট সিরিজের পর প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে পরীক্ষা দিতে হবে প্যাট কামিন্সদের। ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে যথাক্রমে ১৭, ১৯ ও ২২ মার্চ।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।