রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আ.লীগ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাংসদ আলহাজ্জ বজলুল হক হারুন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্জ আমির হোসেন আমু।
সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ এর স্ঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগ এর সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, নুরুল আমিন সুরুজ, এম মনিরুজ্জামান মনির, এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, অধ্যক্ষ মনিরউজ্জামান, আফরোজা আক্তার লাইজু, জিয়া হায়দার খান লিটন, জাকির হোসেন ও নাসির উদ্দিন মৃধা প্রমূখ।
সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজকে সভাপতি ও জিয়া হায়দার খান লিটনকে সাধারন সম্পাদক এবং আফরোজা আক্তার লাইজুকে সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।