বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ম্যাচ টিকেটে ভুল পতাকার ছবি

ম্যাচ টিকেটে ভুল পতাকার ছবি

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বুধবার (১ মার্চ) থেকে শুরু হবে দুদলের লড়াই। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। কারণ, সিরিজ শুরুর আগেই বড় ভুল করে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ওয়ানডে ম্যাচের টিকেটে ইংল্যান্ডের জায়গায় গ্রেট ব্রিটেনের পতাকা দিয়ে ছাপিয়েছে বিসিবি।

অদ্ভুত বিষয় হলো, ব্যাপারটি নিজেরা জেনেও ভুল হিসেবে দেখছে না বিসিবি। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘আমরা তো দেখেছি। এটা তো আসলে কোনো ভুল না। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম, তাহলে এটাকে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায়, এটা স্বাভাবিক ব্যাপার।’

এর আগে এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘আমি এই মাত্রই জানতে পেরেছি এটা। এটা কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকা খোঁজ নিয়ে দেখছি।’

আজ থেকে ইংল্যান্ড সিরিজের টিকেট ছাড়ে বিসিবি। ম্যাচের টিকেটে বাংলাদেশের পতাকার পাশে ইংল্যান্ডের যে পতাকা দেওয়া হয়েছে, সেটি মূলত পুরো যুক্তরাজ্যের। যুক্তরাজ্য হচ্ছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশ নিয়ে গঠিত।

ইংল্যান্ড সাদা রঙের ওপর লাল যোগ চিহ্ন সম্বলিত পতাকা ব্যবহার করে থাকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটেও ইংল্যান্ডের মূল পতাকার ছবি ব্যবহার করা হয়েছে। অথচ বিসিবির টিকেটে গোটা যুক্তরাজ্যর পতাকা দিয়ে ছাপানো হয়েছে।

অবশ্য বিসিবির এমন ভুল এটাই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের টিকেটে ভুল করেছিল। ওই টিকেটে ইংরেজি লেখা সব বানান ঠিক থাকলেও বাংলাদেশ বানানে ‘বি’-এর পর একটি ‘এন’ বেশি লেখা হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech