বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

মোহামেডানে খেলবেন সাকিব

মোহামেডানে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আজ শনিবার (৪ মার্চ) সকালে সিসিডিএম কার্যালয়ে আনুষ্ঠানিক দলবদলে মোহামেডানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন দেশসেরা অলরাউন্ডার।

যদিও এর আগে গুঞ্জন ছিল আবাহনীর হয়ে খেলবেন সাকিব। তবে মোহামেডান কৃর্তপক্ষ জানায় অন্য কোনো ক্লাব নয় মোহামেডানের হয়েই খেলবেন সাকিব। বেশ কয়েক মৌসুম ধরে শিরোপাহীন মোহামেডান। তাই সাদাকালো শিবিরদের শিরোপা জেতাতে মরিয়া সাকিব।

সাকিব-মাহমুদউল্লাহ গত বিপিএলেও বরিশালের হয়ে খেলেছেন। এবারও তাদের দেখা যাবে মোহামেডানের জার্সিতে। যদিও আইপিএল ও আয়ারল্যান্ড সিরিজের কারণে গ্রুপপর্বের অধিকাংশ ম্যাচেই খেলা হবে না সাকিবের।

মোহামেডানে সাকিবের যোগ দেওয়া প্রসঙ্গে মোহামেডানের ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, ‘মোহামেডান ঐতিহ্যবাহী দল। আমরা সবসময় ভালো দল গড়ার চেষ্টা করি। এবারও সাকিব-মাহমুদউল্লাহকে নিয়েছি। আশা করছি এবার ভালো কিছুই হবে।’

এদিকে, সবশেষ আসরে শেখ জামাল ধানমন্ডির জার্সিতে খেলা ক্রিকেটার ইমরুল কায়েসকেও দলে নিয়েছে মোহামেডান। জানা গেছে, সাকিবের চাওয়াতেই মোহামেডানে ইমরুল।

আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে চলছে দলবদল। যেখানে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড বানাতে শুরু করেছে দলগুলো।

এবারের ডিপিএলের অধিকাংশ ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপিতে। এছাড়াও বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামকে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech