পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ১৯ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন
উপলক্ষে আইনগত সহায়তা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সহায়তা গ্ৰহনকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয় মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহমেদ সুমন। এসময় উপস্থিত ছিলেন এডভোকেট কমল মুখার্জি।
এছাড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।