স্পোর্টস ডেস্ক :
প্রথমবারের মতো টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে সাকিব, লিটন, তাসকিন, মুস্তাফিজরা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। আত্মবিশ্বাসে উড়তে থাকা টাইগাররা সিলেটে আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করেছে। তিন ম্যাচ সিরিজের প্রতিটিতেই নতুন নতুন রেকর্ড গড়েছে টাইগাররা। আগামীকাল শুরু তিন ম্যাচ টি-২০ সিরিজ। খেলা মাঠে গড়াবে দুপুর ২টায়।
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে দিয়ে শুরু হয়েছিল জয়যাত্রা— এরপর থেকে আর হারেনি বাংলাদেশ দল। ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টির পর আয়ারল্যান্ডের সঙ্গে জিতেছে ওয়ানডে সিরিজ। দুই মাস দায়িত্ব নিয়ে কী বদল এনেছেন চন্ডিকা হাথুরুসিংহে?
এমন প্রশ্নের জবাবে রবিবার চট্টগ্রামে তিনি বলছিলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিং রুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’
‘তাদের বলেছি, শুধু রেজাল্টের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’
পরে একই প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে হাথুরু বলেন, ‘একটা শব্দেই আমি সবকিছু নিয়ে আসতে পারি—মনস্তাত্ত্বিক নির্ভারতা। এটা অনেক বড় শব্দ। এর পেছনে অনেক কিছুই আছে, যেমন খেলোয়াড়রা কী হবে সেই ব্যাপারে চিন্তা না করেই তাদের সেরাটা দেবে, প্রতিক্রিয়ার ব্যাপারে ভাববে না। শুধু কোচ বা নির্বাচক না, খেলোয়াড়দেরও, তাদের কিছু চেষ্টা করার ব্যাপারে স্বাধীনতা দেওয়া আছে। যদি তারা ব্যর্থ হয়, তাহলেও ঠিক আছে। তারা একই ক্রিকেটার থাকবে। আমরা তাদের বিশ্বাস করি।’