ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসে ৬০ মণ জাটকা আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বাসের চালককে পাঁচ হাজার টাকা জরিমানা ও সহযোগীকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-আমুয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের বাগড়ি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বরিশাল এক্সপ্রেসে অভিযান চালায়।
পুলিশ জানায়, আমুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসে জাটকা ঢাকায় নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হাওলাদার অভিযান চালায়। পরে ওই বাস থেকে ৩৩টি কার্টনে প্রায় ৬০ মণ জাটকা উদ্ধার করে।
এসময় বাসসহ চালক সৈয়দ আলী ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়। তবে গাড়ির সুপারভাইজার ও জাটকার মালিক পালিয়ে যায়।
রাজাপুরের ইউএনও মো. সোহাগ হাওলাদার জানান, অভিযান চালিয়ে বাসের চালককে পাঁচ হাজার টাকা জরিমানা ও সহযোগীকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে জব্দকৃত জাটকা রাতেই ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসার এতিমখানাসহ রাজাপুরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।