আমতলী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছেন চিলা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে তাকে এ
সম্মাননা প্রদান করা হয়। ২০১৭ সনেও জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি আমতলী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মোয়াজ্জেম হোসেন এ উপজেলার অন্যতম একজন অভিজ্ঞত বিএসসি শিক্ষক। প্রধান শিক্ষক হিসাবেও তিনি ইতোমধ্যে সফলতা অর্জন করেছেন।
অভিজ্ঞত বিএসসি শিক্ষক। প্রধান শিক্ষক হিসাবেও তিনি ইতোমধ্যে সফলতা অর্জন করেছেন।প্রধান শিক্ষকের নেতত্বে, অভিজ্ঞ শিক্ষক মন্ডলির প্রচেষ্টায় ও ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগতায় আমতলীর হলদিয়া ইউনিয়নে অবস্থিত চিলা এইচবি মাধ্যমিক বিদ্যালয়টি আমতলী
উপজেলা ছাড়াও বরগুনা জেলার অন্যতম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে । বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ, প্রতিষ্ঠানের সব শিক্ষক তথ্য প্রযুক্তি জ্ঞানস¤পন্ন ও মাল্টিমিডিয়া ক্লাস নিতে অভ্যস্ত, শিক্ষার্থীদের উপস্থিতি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উজ্জ্বল উপস্থিতি এবং তথ্য প্রযুক্তিতে বিশেষ উৎসাহ ছাড়াও উন্নত স্যানিটেশন ব্যবস্থার জন্যেও বিদ্যালয়টি দৃষ্টান্ত হিসেবে গন্য হতে পারে। বর্তমানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাব দায়িত্ব
পালন করছেন আমতলী সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আমতলী পৌর নাগরিক ফোরামের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবুল হোসেন বিশ্বাস।