ঝালকাঠি প্রতিনিধি:
বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুরের বিশ^াসবাড়ি এলাকায় পর্ণবাহি কাভার্ড ভ্যান সড়কের মধ্যে খাদে আটকে ভোররাত থেকে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াতকারী যাত্রীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোররাতে পিরোজপুর গামী একটি কাভার্ড ভ্যান নির্মানাধী কাজ চলমান থাকায় সড়কের পাশের খাদে চাকা দেবে রাজাপুরের বিশ^াসবাড়ি এলাকার আটক যায়। এতে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের দু’পাশে বরিশাল-খুলনাগামীসহ বিভিন্ন রুটের যাত্রীবাহি বাস ও পর্ণবাহি ট্রাকসহ বিভিন্ন ধরনের শতাধিক গাড়ি আটকা পরে। ভোরররাত থেকে চরম দুর্ভোগে পড়ে যাত্রীসহ সকলে। খবর পেয়ে পুলিশ ও সড়ক জনপদের কর্মকর্তারা আটকা পড়া কাভার্ড ভ্যানটি উদ্ধার করে প্রায় ৬ ঘণ্টা পর সোমবার বেলা ১১ টার দিকে যান চলাচল স্বাভাবিক করে দেয়। এদিকে এ সড়কের নির্মান কাজ চললাম থাকায় সড়কের এক পাশ কেটে বেড তৈরি করে বালু ফেলায় এক পাশ দিয়ে সীমিত আকার যান চলাচল করছে।