বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পিরোজপুরের ভান্ডারিয়ায় ছয় সন্তানকে সুশিক্ষিত করায় সফল জননী হিসেবে ফাতেমা বেগমকে সম্মাননা

পিরোজপুরের ভান্ডারিয়ায় ছয় সন্তানকে সুশিক্ষিত করায় সফল জননী হিসেবে ফাতেমা বেগমকে সম্মাননা

পিরোজপুর প্রতিনিধি॥ “জয়ীতা আন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মো. হেমায়েত উদ্দিনের ৮ম শ্রেণিতে পড়–য়া গৃহবধু মোসাম্মৎ ফাতেমা বেগম তার ৬ সন্তানের মধ্যে বড় ছেলে আবুল হাসান বুয়েট

ইঞ্জিনিয়ার, নাজমুল হুদা মিঠু সহকারী ব্যবস্থাপক বিবিএস ক্যাবল, খালেদা নাসরিন সিনিয়র সহকারী সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মো. বদরুল আলম বাংলাদেশ কৃষিব্যাংক কর্মকর্তা, ফকরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার (সহকারী পরিচালক স্বাস্থ্য) এবং সাজেদা আক্তার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (স্বাস্থ্য) এই ছয় সন্তানকে সু-শিক্ষিত করায় সফল জননী হিসেবে সম্মাননা পান।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে পিরোজপুরে সোমবার বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথভাবে এ সভার আয়োজন করা হয়। এসময় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের সাথে লড়াই-সংগ্রামে সফল হওয়া ফাতেমা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান প্রমূখ। অডিটোরিয়ামে বিভিন্ন পেশার নারী ও স্কুল-কলেজের কয়েক’শ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech