স্পোর্টস ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজে বাংলাদেশ নিরঙ্কুশ ফেভারিট। সিরিজ জয়ের পাশাপাশি সাকিব আল হাসানদের হাতছানি দিচ্ছে আরেকটি মাইলফলক
আজ রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের হারাতে পারলেই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হ্যাটট্রিক করবে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে প্রথমবার টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ।
এবারের মাহাত্ম্য আগেরবারের চেয়ে বেশি। দুইবছর আগে সিরিজ জয়ের হ্যাটট্রিকে একটি ছিল অ্যাওয়ে সিরিজ। সে হিসেবে, ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে প্রথমবার। তার আগে অবশ্য সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটিতেজিততে হবে বাংলাদেশকে।
২০২১ সালে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। অসি ও কিউইদের বিপক্ষে পিচ নিয়ে যথেষ্ট বিতর্ক থাকলেও এ বছর জেতা সিরিজগুলোতে বাংলাদেশ খেলেছে আন্তর্জাতিক মানের পিচ বানিয়ে।
এবার প্রথমে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এরপর ব্রিটিশ কন্টিনেন্টেরই আরেক দল আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। দুই সিরিজের পিচ ছিল পেস সহায়ক। আর ইংলিশরা পেস বোলিংয়ে কতটা ভয়ংকর, তা কারও অজানা নয়।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বেশ জমজমাট লড়াই হয়েছে দুই দলের মধ্যে। দ্বিতীয় ম্যাচেও যে আফগানরা ছেড়ে কথা বলবে না, তা নিশ্চিত। ২০২১ সালের জিম্বাবুয়ের চেয়ে এই আফগানিস্তান এগিয়ে আছে সবদিক দিয়ে। তাই, আজকের ম্যাচে জয় পেয়ে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সিরিজ জিতলে এর আবেদন হবে অনন্য।