স্পোর্টস ডেস্ক :
অবিশ্বাস্য, অসাধারণ—ইন্টার মায়ামিতে লিওনেল মেসির অভিষেক ম্যাচকে উপমা দিয়ে ব্যাখা করা কঠিন। কি করে অভিষেক রাঙাতে হয় তাই যেন ফের একবার ফুটবলবিশ্বকে দেখালেন আর্জেন্টাইন কিংবদন্তি। যুক্তরাষ্ট্রে ফুটবলে নিজে গোল করে থামেননি মেসি, দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন।
আজ শনিবার (২২ জুলাই) ইন্টার মায়ামির ঘরের মাঠ ডিআরবি পিএনকে স্টেডিয়ামে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে মায়ামি। এই জয়ে কেটেছে ক্লাবটির টানা ১১ ম্যাচে জয়খরা। এই জয়ের মূল নায়ক খোদ লিওনেল মেসি। ম্যাচের যোগ করা সময়ে চোখ ধাঁধানো ফ্রি-কিকে হারতে বসা মায়ামিকে উদ্ধার করেন মেসি।
এমন দুর্দান্ত জয়ের পর অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। মেসি বলেন, ‘আমি জানতাম আমাকে গোল করতে হবে। কারণ সেটাই ছিল আমাদের শেষ সুযোগ। তাই গোল না করার কোনো বিকল্প ছিল না। আমরা কোনোভাবেই পেনাল্টিতে যেতে চাইনি। জয়টা আমাদের জন্য এমনিতেই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই জয় আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’
এমন জয়ের পর ক্লাবটিরসহ স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘সত্যিই এমন খেলা দেখা অবিশ্বাস্য। একজন সাবেক খেলোয়াড়ের পাশাপাশি ক্লাবের মালিক হিসেবে দলের হার মেনে নেওয়াটা কষ্টকর। কিন্তু আজকের রাতটা আমাদের জন্য বিশেষ ছিল। এমন জয় সত্যিই অসাধারণ। আমাদের পরিবার, বন্ধু, সহকর্মী সবাই খুবই খুশি।’
আগামী মঙ্গলবার (২৫ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে আটলান্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। সেই ম্যাচে অবশ্য শুরুর একাদশ দেখা যেতে পারে মেসিকে।