বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বরগুনার সর্বস্তরের মানুষ

স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বরগুনার সর্বস্তরের মানুষ

মহান বিজয় দিবসে বরগুনা স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বরগুনা জেলা প্রসাশকসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।আজ ১৬ ডিসেম্বর সকাল ৭ টার দিকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এর পরপরই পুলিশ সুপার মারুফ হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। এখন বরগুনা স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে।

শ্রদ্ধা-ভালোবাসা নিয়ে শহীদদের উদ্দেশে পুষ্পাঞ্জলি নিবেদন করছে হাজারো মানুষ।বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ।

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব প্রকাশের দিন আজ ১৬ ডিসেম্বর। পরাধীনতার শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে প্রাণ উৎসর্গ করা যুদ্ধজয়ের আনন্দ অতুলনীয়।৪৯ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বাঙালির সামনে। তারা স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech