স্টাফ রিপোর্টার:
বরিশাল কাজিরহাট থানার মধ্য রতনপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রু তার জেরে আব্দুল বারেক ভূঁইয়াকে পিটিয়ে গুরুতর আহত করে একই গ্রামের তার প্রতিপক্ষরা।
তারা হরেন, ইলিয়াস ভূইয়া, ফেরদৌস ভুইয়া, আলামিন ভূঁইয়া সহ আরো কয়েকজন। গত ১২ এপ্রিল শনিবার সকাল ১০টার সময় বিদ্যানন্দনপুর ব্রীজবাজার ক্লাবে ঘটনাটি ঘটে। স্থানীয় জনগণ বারেক ভূঁইয়াকে গুরুতর আহত অবস্থায় মুলাদী হাসপাতালে ভর্তি করেন। বারেক ভূঁইয়ার স্ত্রী ফাতেমা বেগম কাজিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযোগটি প্রত্যাখ্যান করে মামলা গ্রহণ করতে অস্বীকার করে থানার ওসি। ফাতেমা নিরুপায় হয়ে বরিশাল কোর্টে একটি মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।