বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com
ঝালকাঠি আ.লীগ নেতা মিলন কারাগারে

ঝালকাঠি আ.লীগ নেতা মিলন কারাগারে

ডেস্ক রিপোর্ট ॥অস্ত্র মামলায় ১৪ বছরের দণ্ডিত ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলনকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. রহিবুল ইসলাম তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সৈয়দ মিলন ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়ক এলাকার বাসিন্দা সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ জানুয়ারি গভীর রাতে ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় সৈয়দ মিলনের মালিকানাধীন ‘সৈয়দ টাওয়ার’-এর তৃতীয়তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে পুলিশ। পরদিন (১৬ জানুয়ারি) ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ঝালকাঠি থানার তৎকালীন ওসি খলিলুর রহমান ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৮ মার্চ বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার সময় মিলন পলাতক ছিলেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন। তিনি বলেন, আদালত সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন। মঙ্গলবার তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন, আদালত তা নাকচ করেছেন। আসামিপক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দীন কবীর বলেন, রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না। মঙ্গলবার মিলন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। আমরা উচ্চ আদালতে আপিল করে জামিন চাইব।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech