ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পড়ন্ত বিকেলে সুগন্ধা-বিষখালী-ধানসীঁড়ি নদীর মোহনায় ইকোপার্ক মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন এ প্রতিযোগীতার আয়োজন করে। ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে ১০ জন প্রতিযোগী ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেয়। এদের মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ার সুলতানের ঘোড়া প্রথম এবং বরগুনার তালতলির রোকন ও চালিতাতলার সৈকতের ঘোড়া যথাক্রমে ২য় ও ৩য় হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসসহ বিশিস্ট জনেরা উপস্থিত ছিলেন। কয়েক হাজার মানুষ এ প্রতিযোগীতা উপভোগ করেন।