বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

তালতলীতে প্রচন্ড শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নি দ্বগ্ধ হয়ে এক নারীর মৃত্যু

তালতলীতে প্রচন্ড শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নি দ্বগ্ধ হয়ে এক নারীর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সুগন্ধা রানী (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২২ডিসেম্বর) ভোর রাতে চিকিৎসাধীণ অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যু হয়। নিহত সুগন্ধা রাণী উপজেলার চরপাড়া গ্রামের নিমাই শীলের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রচণ্ড শীতে শনিবার সকালে বাবার বাড়ির আঙ্গিনায় রান্নার চুলায় আগুন পোহাতে যান সুগন্ধা। এরপর পরনের কাপড়ে আগুন লেগে সে দ্বগ্ধ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায়  বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।  তার অবস্থার অবনতি হলে ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরন করেন। রবিবার ভোর রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুগন্ধার বাবা নিতাই শীল বলেন, প্রচন্ড শীতে আগুন পোহাতে গেলে পরনের শাড়ীতে আগুন লেগে সুগন্ধা অগ্নিদ্বগ্ধ হয়। রবিবার ভোর রাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

তালতলী থানার ওসি মোঃ শাহীনুর ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech