মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা:
নতুন বছরের প্রথম প্রহরে কেক কেটে ৪১তম জন্মদিন পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মঠবাড়িয়া শাখা। বুধবার স্থানীয় উপজেলা কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ছাত্রদলের নেতা কর্মী নিয়ে কেক কাটেন।
এসময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, সাবেক পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক বাদল, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হাওলাদার সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্র দলের নেতা কর্মীরা।