স্বরূপকাঠি প্রতিনিধি॥
পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠিতে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ও আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে মাদক নিয়ন্ত্রন অধিদফতরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর ,
সভাপতিত্বে আলোচনাসভায় বক্তৃতা করেন পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রমুখ।