কর্পোরেট খবর:
তথ্য-প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দেশের ৫ হাজারের বেশি শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তুলেছে ’শিখবে সবাই’। তাদের মধ্যে দেশের গণ্ডি ছাড়িয়ে ফ্রিল্যান্সিয়ের মাধ্যমে বিদেশের কাজও করছেন অনেকে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রায় ১২’শ শিক্ষার্থী আয় করেছে প্রায় ৮ লাখ ডলার।
১১ জন তরুণের হাত ধরে ২০১৭ সালে ‘শিখবে সবাই’-এর যাত্রা শুরু হয়। বর্তমানে রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও বনানীর তিনটি ক্যাম্পাসে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া অনলাইনে তাদের ওয়েবসাইটের মাধ্যমেও সেবা পাচ্ছেন অনেকে।