নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মা, ছেলে এবং মেয়েকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদেরকে উপজেলার মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর স্লুইস গেইট এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত নূর জাহান বেগম (৫৮), তার মেয়ে আসমা আক্তার (২২) এবং ছেলে হাসানের (১৯) বাড়ি উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দক্ষিণ বন্দর স্লুইস গেইট এলাকা থেকে তিন জনকে আটক করে।
এ ঘটনায় এএসআই শাহানাজ পারভীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।