পবিপ্রবি প্রতিনিধি:
গোপনে প্রেম করায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিঙ্গেল অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে সংগঠনের জরুরি সভায় সিদ্ধান্তক্রমে অভিযুক্ত ১৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল কমিটির সভাপতি তুহিন রায়হান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গেল কমিটির আইন ভঙ্গ করে তারা গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। প্রাথমিক তথ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার প্রমাণ মেলে। তাই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, পবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুন্দর চরিত্র গঠনের লক্ষ্য সামনে রেখে ২০১৮ সালে ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ‘সিঙ্গেল’ কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রধান শর্ত– শিক্ষাজীবনের গতি স্বাভাবিক রাখতে কোনো সদস্যই প্রেম করতে পারবে না।