সচেতন নাগরিক কমিটি (সনাক) পটুয়াখালী ও এর সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ এর উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি ২০২০ সকাল ১০ টায় শহরের বাধঘাঠ এলাকায় একটি ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্রের আয়োজন করা হয়েছে।
ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র হতে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবাসমূহ বিশেষ করে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), প্রাথমিক শিক্ষা, তথ্য অধিকার আইন ২০০৯ ও পাসপোর্ট, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট এবং শিশুতোষ বই “বর্ণমালায় নীতিকথা” এবং দুর্নীতি বিরোধী বিভিন্ন ষ্টীকার জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
তথ্য অধিকার আইন-২০০৯ এর প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সেবাখাতের তথ্য সাধারণ মানুষ কীভাবে পেতে পারে সে সম্পর্কেও তাদের ধারণা প্রদান করা হয়েছে। এতে অংশগ্রহণ করে কথা বলেন ইয়েস সহ দলনেতা বিশ্বজিৎ কুমার শীল এবং মল্লিকা ঘোষাল, ইয়েস সদস্য রাকিবুল ইসলাম, ইয়েস ফেন্ড্রস সদস্য মোছাঃ সুজিয়া মনি।