বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন- মাদক নির্মূলে শিক্ষকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের প্রতিনিয়ত নজরে রাখতে হবে।
সোমবার (২মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের আতোষখালী মাধ্যমিক বিদ্যালয় ও সকাল সাড়ে ১২টার দিকে আশুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভায় প্রধান আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন- ওসি মোস্তাফিজুর রহমান।
তিনি আরো বলেন- শিক্ষার্থীরা স্কুল বাদ দিয়ে কোথায় যায়, কার সাথে মিশে সে বিষয় শিক্ষকদের অবগত থাকতে হবে। অভিভাবকদের জানাতে হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে।
তিনি আরো বলেন- মাদক আর স্মার্ট ফোন ছাত্র ও যুব সমাজ ধ্বংসের মুল কারন। বিদ্যালয় চালাকালিন সময় কোন শিক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে আনতে পারবে না।
এছাড়াও বাল্যবিয়ে ইভটিজিং বন্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন-আতোষখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,মাহবুব আলম, আশুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।