বাউফল:
পটুয়াখালীর বাউফলের নাজিরপুরের রামনগর, ছয়হিস্য ও সুলতানাবাদ বগার কৌখালী ও কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে ১৫ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ (এমপি)।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি আ.স.ম ফিরোজ বলেন- শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। তিনি বলেছেন দেশের প্রতিটি মানুষের ঘর আলোকিত হবে। সারাদেশের মত মুজিববর্ষেই বাউফলের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে যাবে। ইতিমধ্যে ৯৭ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে।
বাউফল পল্লী বিদ্যু সমিতির ডিজিএম এ.কে.এম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খাঁন, সাবেক ভাইস-চেয়ারম্যান মো. সামসুল আলম মিয়া, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. ইবাহিম ফারুক, জেলা পরিষদ সদস্য মো. হারুন অর রশিদ খাঁন প্রমূখ।
পল্লী বিদ্যুৎ অফিস জানায়, তিনটি ইউনিয়নের পাঁচটি গ্রামে ৩,০০,২০,৫০০ টাকা ব্যয়ে ২০.১৯ কিলোমিটার দি্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করা হয়েছে। এ থেকে ৮৫৬জন নতুন গ্রাহক বিদ্যুতের সেবা পাবে।