বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাউফলে ত্রান বিতরণ

বাউফলে ত্রান বিতরণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নিদের্শনায় উপজেলা প্রশাসন কর্তৃক ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কেশাবপুর ইউনিয়ন পরিষদে ওই ত্রান বিতরণ করেন অত্র ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু।
সংশ্লিষ্ট সূত্র মতে, ইউনিয়নের ৯০টি পরিবারের মাঝে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল ও একটি সাবান বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম তাদারকি করেন বাউফল উপজেলা বিআরডিপি অফিসার ও কেশাবপুর ইউপি ট্যাগ অফিসার তুলার পরামানিক।
এব্যাপরে কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক ক্রান সামগ্রী কেশাবপুর ইউনিয়নে করোনা সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকায় কর্মহীন গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন এছাড়াও স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের পক্ষ থেকে ১হাজার মাস্ক এবং ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসনে বলেন,‘ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাচাই করে প্রকৃত অসহায় কর্মহীন মানুষের মাঝে সরকারের ত্রান সহায়তা ইউনিয়নে ইউনিয়নে বিতরণ কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech