সরকারি নির্দেশ অমান্য করে নদীপথে যাত্রী নিয়ে ভোলায় প্রবেশ করায় ৩টি ট্রলার জব্দ করা হয়েছে। এসময় দুই জনকে আটক করা হয়। এছাড়াও ওই তিনটি ট্রলারের ৫ শতাধিক যাত্রীকে হোম কোয়ারেন্টইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ভোলা সদরের ইলিশা জংশন ফেরিঘাটের মেঘনা নদী থেকে ওই ট্রলার ও জড়িতদের আটক করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের মতো ভোলাতেও সরকারি নির্দেশে যানবাহন ও নৌ পরিবহন বন্ধ রয়েছে। কিন্তু এ নির্দেশ অমান্য করে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ঘাট থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশা জংশন ঘাটে ওই তিনটি ট্রলার এলে আমরা জব্দ করি। এসময় জড়িত দুই জনকে আটক করা হয় ও বাকিরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, আটক দুই জন ও তিন ট্রলারের বিষয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন।