বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

রাতের আঁধারে ট্রলারে নদী পাড়ি দিলেন ৫০০ যাত্রী

রাতের আঁধারে ট্রলারে নদী পাড়ি দিলেন ৫০০ যাত্রী

সরকা‌রি নি‌র্দেশ অমান্য ক‌রে নদীপ‌থে যাত্রী নি‌য়ে ভোলায় প্র‌বেশ করায় ৩টি ট্রলার জব্দ করা হ‌য়ে‌ছে। এসময় দুই জন‌কে আটক করা হয়। এছাড়াও ওই তিন‌টি ট্রলা‌রের ৫ শতা‌ধিক যাত্রীকে হোম কোয়া‌রেন্টই‌নে থাকার নি‌র্দেশ দেয়া হয়েছে।

বৃহস্প‌তিবার ভোরে ভোলা সদ‌রের ইলিশা জংশন ফে‌রিঘাটের মেঘনা নদী থে‌কে ওই ট্রলার ও জ‌ড়িত‌দের আটক করা হয়।

bhola

ইলিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল তথ্য নি‌শ্চিত ক‌রে জানান, ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে সারা‌দে‌শের মতো ভোলাতেও সরকা‌রি নি‌র্দে‌শে যানবাহন ও নৌ প‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে। কিন্তু এ নি‌র্দে‌শ অমান্য ক‌রে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ঘাট থে‌কে ৫ শতা‌ধিক যাত্রী নি‌য়ে ভোলার ইলিশা জংশন ঘা‌টে ওই তিন‌টি ট্রলার এলে আমরা জব্দ ক‌রি। এসময় জ‌ড়িত দুই জন‌কে আটক করা হয় ও বাকিরা পা‌লি‌য়ে যায়।

তি‌নি আরও জানান, আটক দুই জন ও তিন ট্রলা‌রের বিষ‌য়ে ম্যা‌জি‌স্ট্রেট সিদ্ধান্ত নেবেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech