বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

তৃণমূলের রাজনীতিতে তিনি এলাকার এবং দলের মানুষকে যেভাবে সময় দিতেন তা রীতিমত বিস্ময়কর – এমপি শাওন

তৃণমূলের রাজনীতিতে তিনি এলাকার এবং দলের মানুষকে যেভাবে সময় দিতেন তা রীতিমত বিস্ময়কর – এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
 লালমোহন উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা সদ্যপ্রায়ত বেলায়েত হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।  ধলীগৌরনগর তথা লালমোহন উপজেলার আওয়ামী রাজনীতিতে বেলায়েত ভূঁইয়া ও তাঁর ঐতিহ্যবাহী পরিবারের অবদান কোনোদিন ভোলা যাবেনা । তৃণমূলের রাজনীতিতে তিনি এলাকার এবং দলের মানুষকে যেভাবে সময় দিতেন তা রীতিমত বিস্ময়কর । দেশের মুক্তিযুদ্ধে বেলায়েত হোসেন ভূঁইয়া পরিবারের অবদান স্মরণযোগ্য । তাঁর পিতা মরহুম মোস্তফা ভূইয়ার মতো তিনিও ছিলেন সাধারণ মানুষের জন্য নিবেদিত এক ব্যক্তিত্ব ।
 ২২ জুন ২০২২ সকাল ১১টায় লালমোহন উপজেলা ধীন ধলীগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামে , দক্ষিণ ধলীগৌরনগরের চরমোল্লাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন ভূঁইয়ার শেষ বিদায়ী নামাজে জানাজার আগে টেলিকনফারেন্সে মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে ভোলা-৩ আসনের জনবান্ধব সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন ।
এ সময় জানাযায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন – লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মিয়া, চরভুতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান টিটব, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান, ধলীগৌরনগর উত্তর আওয়ামী লীগ সভাপতি মাকসুদুর রহমান হাওলাদার , লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক বাসেত হোসেন, দক্ষিণ ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর শিকদার ও লর্ডহার্ডিঞ্জ ইউপির মাহমুদুল্লাহ মেম্বারসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech