লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে জেলেদের পুনর্বাসনের চাল সঠিকভাবে বিতরণ নিশ্চিত করেছেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। অভিযোগ রয়েছে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে বিভিন্ন সময় চাল বিতরণে অনিয়ম করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে মহামারী করোনা ও মাছ ধরার নিষেদ্ধাজ্ঞায় মানবেতর জীবন যাপন করা জেলেদের চাল সঠিকভাবে পাইয়ে দিতে নিজে উপস্থিত থেকে ইউনিয়নের ১১ শত জেলে মাঝে চাল বিতরণ করেন এমপি শাওন। সোমবার বিকেলে পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব চাল বিতরণ করা হয়।
এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অসহায় মানুষের পাশে আছেন। যত বড় দুর্যোগই আসুক না কেন শেখ হাসিনা থাকতে একটি মানুষও কষ্ট পাবে না। তিনি আরও বলেন, কেউ যদি এই দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের ভাগ্য নিয়ে তামশা করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। এবার সে যত বড় নেতাই হোক।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর। উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহিন প্রমুখ।