লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়েছে ২ হাজার ১৫০ জন কৃষক। শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, কৃষকরাই প্রধানমন্ত্রীর শক্তির মূল উৎস। কৃষকরা ভালোভাবে উৎপাদন করলে এদেশে কখনো খাদ্যের সংকট দেখা দিবে না। এক টুকরো মাটিও আমরা খালি রাখবো না।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহিন জুয়েল, কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিন, ওসি মীর খায়রুল কবীর প্রমূখ উপস্থিত ছিলেন।