ভোলায় সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাতে ওই হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরপরই স্বজনরা মরদেহ পারিবারিকভাবে দাফন করেছেন বলে জা্না গেছে।
মৃত ওই বৃদ্ধ রূপালী ব্যাংকের অবসারপ্রাপ্ত স্টাফ ছিলেন। তারবাড়ি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামে।
সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, গত মঙ্গলবার রাতে সর্দি, কাশি ও জ্বর নিয়ে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার ভোররাতে আইসোলেশনে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
মৃত বৃদ্ধের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হলেও রিপোর্ট পাওয়া যায়নি। রির্পোট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা?
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র নাথ খবর পেয়ে নিহতের পরিবারের এলাকা লকডাউনের ব্যবস্থা করেন।