বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

লালমোহনে বসত ঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুট-পাট, অন্তঃসত্ত্বা নারীসহ আহত- ৫

লালমোহনে বসত ঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুট-পাট, অন্তঃসত্ত্বা নারীসহ আহত- ৫

লালমোহন প্রতিনিধি:
লালমোহন পৌরসভার ১০ নং ওয়ার্ডে মিছির আলীর বসত ঘরে হামলা-ভাংচুর ও অন্তঃসত্ত্বা গৃহবধূসহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ মিরাজ গংরা।

২৬ এপ্রিল দুপুরে পৌরসভার ১০নং ওয়ার্ড মিছির আলীর বসত ঘরে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

মিছির আলী জানান, ঘটনারদিন দুপুরে ক্যাডার মিরাজের নেতৃত্বে জসিম, রিয়াজ, জাকির, সুমন, রফিক, রিপন ও শাহাবুদ্দিনসহ ১০/১২ জন ক্যাডার তার বসত ঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুট-পাট করে।

এসময় ক্যাডাররা মিছির আলীর অন্তঃসত্ত্বা পুত্রবধূ ইয়াছমিনকে নামাজ পড়া অবস্থায় ও মেয়ে তানিয়াকে পানির কলসরত অবস্থায় বগি দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ক্যাডারদের হামলায় মিছির আলী, তার স্ত্রী রেনু বিবি, মোঃ আকতারসহ ৫জন আহত হয়। মিছির আলী জানান, ঘটনারদিন দুপুরে ক্যাডাররা হামলা চালিয়ে টিভি, সুকেশসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে, তাদের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট-পাট করে বলেও অভিযোগ করেণ মিছির আলী।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech