ঝালকাঠি প্রতিনিধি:
করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া ঝালকাঠি সদর উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী দিয়েছেন ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। শনিবার সকালে ঝালকাঠির শহরের রোনালসে রোডে আমির হোসেন আমুর বাড়িতে এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি মন্ত্রনালয়ের সচিব মো. নাসিরুজ্জামান।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, চিড়া, মুড়ি, তেল, লবন ও সাবান দেওয়া হয়। আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু এসময় উপস্থিত থাকতে না পারলেও নেতাকর্মীরা জেলা শহর ছাড়াও সদর উপজেলার ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে।