জানাগেছে, মাহাবুব রহমান নিজ বাড়ির ঘরের নির্মান কাজ করার জন্য পানির মটরে বিদ্যুৎ সংযোগ চালু করে ঘরের নির্মান কাজে পানি দিচ্ছিলেন । এই ফাঁকে শিশুটি মটর সংযোগের বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘনাস্থলে শিশুটি মারা যায়। পরে তাকে লালমোহন সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে ।