ভোলার লালমোহনে পরিবারের সাথে অভিমান করে জান্নাত বিবি (১২) নামের এক সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ।
গত (৯ মে) শনিবার রাতে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিমুল তলা এলাকায় এ ঘটনা ঘটে। লালমোহন থানা পুলিশ খবর পেয়ে ওই ছাত্রীর ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন পুলিশ । জান্নাত বিবি ওই এলাকার শামছুল হকের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। লালমোহন থানার এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সকালে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।