করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে স্বাস্থ্যবিধি না মানায় ভোলার সব বিপনী কেন্দ্র বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক।
সোমবার সকালে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সার্বিক ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ঈদুল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের শর্তে সীমিত পরিসরে জেলার মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্ত গত সাতদিনের পর্যবেক্ষণে দেখা গেছে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ ক্রেতা-বিক্রেতা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানছেন না।
“তাই করোনাভাইরাস বিস্তার প্রতিরোধ ও জনস্বার্থ বিবেচনায় সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।”
তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান ও জরুরি পরিসেবা প্রতিষ্ঠান পূর্বের নির্দেশ অনুযায়ী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।