এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতংকে সারা পৃথিবী আজ কাঁপছে। এ করোনা ভাইরাসের ফলে বাংলাদেশ প্রায় দুইমাস ধরে লকডাউন চলছে। এ লকডাউনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে টানা প্রায় দুইমাস আমি আপনাদের পাশে থেকে লকডাউনে খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ( চাল) ত্রাণ সামগ্রী, ইফতার সামগ্রী নগদ অর্থ পৌঁছে দিয়েছি। পবিত্র ঈদুল ফিতরের অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন।
(২৩ মে) শনিবার দিনব্যাপী প্রতিবছরের মতো এবারও লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আয়োজিত লালমোহন উপজেলার সকল দুস্থ অসহায় মানুষের মাঝে এমপি শাওন এর নিজ উদ্যোগে ঈদ উপহার হিসেবে (নগদ টাকা) বিতরণ কলে প্রধান অতিথি হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন এ সমাজে যারা বিত্তবান আছেন, তারা করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় কর্মহীন দুস্থ অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ান ।
নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অপরকে সুরক্ষিত রাখুন। এ ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য সবাই সতর্ক থাকুন।
এছাড়া এমপি শাওনের পক্ষে বদরপুর ইউনিয়ন, ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর যুবলীগ এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান দালান) এর উদ্যোগে হতদরিদ্র খেটে খাওয়া মানু্ষের মাঝে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।